'অসৎভাবে একটি পয়সাও ব্যক্তিগত কাজে ব্যবহার করব না'

প্রকাশ | ২৫ এপ্রিল ২০২৪, ০০:০০

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
'আমাকে বিজয়ী করলে আমি অসৎভাবে জনগণের একটি পয়সাও আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করব না। আমার দ্বারা পূর্বধলার উন্নয়ন ও মানুষের কল্যাণ ছাড়া কোনো অকল্যাণ হবে না এই প্রতিশ্রম্নতি আপনাদের দিচ্ছি।' গত সোমবার বিকালে নেত্রকোনার পূর্বধলা প্রেস ক্লাব মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান নয়ন এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, 'আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দলীয় আদর্শে কাজ করে আসছি। বর্তমানে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জনগণের সেবক হয়ে কাজ করার জন্য এখানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছি। টাকা-পয়সার লোভ-লালসা আমার নেই। আলস্নাহ আমাকে যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট। আমি এখন পূর্বধলা উপজেলার মানুষের কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছেন তারই আলোকে পূর্বধলাকেও স্মার্ট পূর্বধলা হিসেবে গড়ে তুলতে চাই। এই জন্য সবার সহযোগিতাসহ ভোট প্রত্যাশা করছি।' প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন। সাধারণ সম্পাদক জায়েজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল প্রমুখ। এ সময় অন্যান্য সাংবাদিক, রাজনীতিবিদ ও সুধীরা উপস্থিত ছিলেন।