ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতকে বাধা, একজনের জরিমানা

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে কৃষিজমি থেকে মাটি কাটায় ইউএনও ইরতিজা হাসানের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বাধা প্রদান করেছে মনোহারা গ্রামের মিনহাজের স্ত্রী বিউটি বেগম ও তার ছেলে বায়েজিদ। বুধবার রাতে উপজেলার লোকেরপাড়া ইউনিয়নে মনোহারা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার মনোহারা গ্রামের ইউপি সদস্য সুজাত আলী দীর্ঘদিন ধরে নিজের জমির মাটি কাটলে সরকারি খালের পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়। অপরদিকে প্রদীপ তালুকদার তার নিজের পুকুর থেকে মাটি কেটে সিয়াম ব্রিক ফিল্ডে বিক্রি করে। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে একটি বেকু ও একটি হাইড্রোলিক জব্দের পর তাদের বাধা প্রদান করা হয়। এ সময় বিউটি বেগমের ছেলেকে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ইরতিজা হাসান জানান, বেআইনিভাবে কেউ কৃষিজমির মাটি কাটলে তাদের বিরুদ্ধে সর্বদাই আইনি ব্যবস্থা নেওয়া হবে।