'গ্রামকে শহরে রূপান্তরিত করতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন'

প্রকাশ | ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০

কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনা-৬ আসনের সংসদ সদস্য রশীদুজ্জামান বলেছেন, 'গ্রামকে শহরে রূপান্তরিত করতে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই। উন্নয়নের স্বার্থে সকল প্রতিবন্ধকতা দূর করে একসঙ্গে কাজ করতে হবে। মঙ্গলবার দুপুরে খুলনার কয়রাতিন রাস্তার মোড় হতে কাশিরহাটখোলা পর্যন্ত ৫৫ কোটি টাকা ব্যয়ে ৭ কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ। বিশেষ অতিথি ছিলেন সওজ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকেীশলী এ কে শামছ উদ্দিন আহম্মাদ, উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক উজ জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা। জেলা পরিষদ সদস্য আব্দুলস্নাহ আল মামুন লাভলুর সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, সোনা ডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমএ নাসিম, উপ-সহকারী প্রকৌশলী প্রসংজিত পাল প্রমুখ।