বাঁশখালী উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ পাঁচ জুন

প্রকাশ | ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার চতুর্থ ধাপে চট্টগ্রামের বাঁশখালী উপজেলাসহ সারাদেশের ৫৫টি উপজেলায় ৫ জুন ভোটগ্রহণের তফসিল ঘোষণা হয়। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়, চতুর্থ ধাপে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ মে। মনোনয়নপত্র বাছাই হবে ১২ মে। আর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ১৩ থেকে ১৫ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। ২০ মে প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ৫ জুন হবে চতুর্থ ধাপের ভোটগ্রহণ। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোলস্না জানান, বৃহস্পতিবার রাতে অফিসিয়াল প্রজ্ঞাপন হাতে পেয়েছি। এতে ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট হবে ব্যালট পেপারে।