তীব্র তাপপ্রবাহ
রাজধানীর মতিঝিলে বিশুদ্ধ খাবার পানি বিতরণ জাপার
প্রকাশ | ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
তীব্র তাপপ্রবাহে সর্বসাধারণের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববারও রাজধানীর বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে জাতীয় পার্টি (জাপা)।
সকালে নগরীর অফিসপাড়া মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে পথচারী ও অফিসগামী জনসাধারণের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। পরে রাজধানীর ধোলাইপাড় গোল চত্বর, পোস্তগোলা সিটি করপোরেশন মার্কেটের সামনে ও মিল ব্যারাক গেন্ডারিয়া থানার সামনে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করে জাতীয় পার্টি।
এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। পানি বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনূর রশীদ, প্রেসিডিয়াম সদস্য এইচএনএম শফিকুর রহমান, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সেরনিয়াবাত সেকেন্দার আলী, শেখ মাসুক রহমান, ভাইস-চেয়ারম্যান মো. শারফুদ্দীন আহমেদ শিপুসহ কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণের নেতারা। সংবাদ বিজ্ঞপ্তি