পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত

প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৪, ০০:০০

পবিপ্রবি প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে শিক্ষার্থীদেরর্ যালি -যাযাদি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে। শুক্রবার ভেটেরিনারি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (ভিএসএ) উদ্যোগে এ আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে রাত ১১.৫৯ মিনিটে ক্ষণগণনার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা করেন ভিএসএ'র সভাপতি ড. মিলটন তালুকদার, সহ-সভাপতি মোসাব্বির হোসেনসহ ভিএসএএর সব নেতৃত্ব ও সাধারণ শিক্ষার্থীরা। এর পরপরই ডিভিএম ডিসিপিস্ননের সব ব্যাচের শিক্ষার্থীরা আতসবাজি উৎসব করে। শনিবার সকাল ৯টায় পবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং ভিএসএ'র সভাপতি অধ্যাপক ড. মিল্টন তালুকদারের উপস্থিতিতে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। অনুষদীয় অডিটরিয়ামে সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বরিশাল জেলা লাইভস্টক অফিসার ডা. নুরুল আলম। আলোচনা সভায় মূল প্রবন্ধক উপস্থাপন করেন প্যাথোলজি ও প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শিব শংকর সাহা।