লামায় জলকেলি উৎসবে বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাস

প্রকাশ | ২০ এপ্রিল ২০১৯, ০০:০০

লামা (বান্দরবান) সংবাদদাতা
বান্দরবানের লামায় জলকেলির উৎসবে মারমা তরুণ-তরুণীরা -যাযাদি
বান্দরবানে লামা উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে বৌদ্ধ ধর্মালম্বী মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব সাংগ্রাইং পোয়ে বা মৈত্রী পানি বর্ষণ উৎসব। ছয় দিনব্যাপী আয়োজিত এই সাংগ্রাইং পোয়ে উৎসবে উপজেলা বিভিন্ন পলস্নী থেকে তরুণ-তরুণীরা মন্ডপে এসে একে অপরের প্রতি মঙ্গলজল ছিটিয়ে রাখাইন নববর্ষ ১৩৮০ কে বিদায় এবং নতুন অব্দ ১৩৮১ কে বরণ করে নিতেই মারমা সম্প্রদায়রা এ উৎসব পালন করে। সুসজ্জিত মাঠে মাঝখানে দুই সারিতে মুখোমুখি দাঁড়িয়ে একদল তরুণ-তরুণী সামনে রাখা ড্রামে পানি থেকে তারা পরস্পরের দিকে পানি ছিটানো শুরু করতেই আয়োজনে শামিল হন মাঠে থাকা দর্শক সবাই। শুক্রবার দুপুরে লামা মধুঝিরি মাস্টার পাড়া মাঠ প্রাঙ্গণের হ্লা য়ই মং মার্মা সঞ্চালনায় এই মৈত্রী পানি বর্ষণ উৎসব উদযাপিত হয়ছে। এতে পাড়ার কারবারি অপু মার্মা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলাম। এর আগে বড় পরিষদে ফাইতং হেডম্যান পাড়া, গজালিয়া গাইন্ধ্যা পাড়া, গজালিয়া হেডম্যান পাড়ায়, বড় নুনারবিল, ছোট নুনারবিল, মেরা খোলা ও ছাগলখাইয়াতে মৈত্রী পানি বর্ষণ উৎসব পালিত হয়। গত বৃহস্পতিবার বড় নুনারবিল পাড়া সাংগ্রাইং উদযাপন কমিটির উদ্যোগে মৈত্রী পানি বর্ষণ উৎসব পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি।