কক্সবাজারে প্রি-পেইড মিটার পাচ্ছেন ৯০ হাজার গ্রাহক

প্রকাশ | ২০ এপ্রিল ২০১৯, ০০:০০

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার জেলায় পিডিবির প্রায় ৯০ হাজার গ্রাহকে প্রি-পেইড মিটারের আওতায় আনা হচ্ছে। এতে করে গ্রাহকদের সুবিধার্থে বিল পরিশোধের জন্য ব্যাংকে আর দৌড়া-দৌড়ি করতে হবে না। বকেয়া বিদু্যৎ বিল আদায় ঝামেলা থেকে মুক্তি পাবে কক্সবাজার পিডিবি। রিডিংয়ের জটিল হিসাব-নিকাশ, রিড়িং নিয়ে বিড়ম্ভনা, ওভার বিলিং, আন্ডার বিলিং থেকে মুক্তি পাবে জেলার বিদু্যৎ বিতরণ বিভাগ থেকে বিদু্যৎ সুবিধা নেয়া ৯০ হাজার বিদু্যৎ গ্রাহক। কক্সবাজার পিডিবির গ্রাহকরা প্রি-পেইড মিটারের আওতায় আসলে বিদু্যৎ কর আদায়ে অনেক গতি পাবে বলে মনে করছেন বিদু্যৎ সংশ্লিষ্টরা। কক্সবাজার বিদু্যৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদের গণি জানান, পিডিবির আওতায় কক্সবাজার শহর, সদর, রামু, কুতুবদিয়া ও পার্বত্য উপজেলা লামায় পিডিবির প্রায় ৯০ হাজার গ্রাহক রয়েছে। এরমধ্যে শুধু কক্সবাজার শহরেই ৪৩ হাজার বিদু্যৎ গ্রাহক রয়েছে। বর্তমানে গ্রাহকের কাছে থাকা ডিজিটাল, এনালগ মিটার গুলো আগামী ৬ মাসের মধ্যেই প্রি-পেইড মিটারে রুপান্তরের উদ্যোগ হাতে নিয়েছি। কাজটি সম্পন্ন হলে গ্রাহকদের বিদু্যৎ বিল পরিশোধের কষ্ট অনেকাংশে লাঘব হবে। গ্রাহকরা নির্ধারিত ব্যাংকিং সেন্টারে অথবা মোবাইল ফোনের মাধ্যমে সহজেই প্রি-পেইড রিচার্জ সেবা নিতে পারবে। আর যে সমস্ত গ্রাহকরা নিজেদের মিটারে প্রি-পেইড রিচার্জ করবেন না তারা বিদু্যৎ সুবিধা পাবেন না। এতে করে গ্রাহকের বৈদু্যতিক বকেয়া বিলের হিসাব বলে আর কিছুই থাকবে না।