তালতলীতে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশ | ২০ এপ্রিল ২০১৯, ০০:০০

আমতলী (বরগুনা) সংবাদদাতা
বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নে জয়ালভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনগ্রসর শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ ও খেলার সামগ্রী বিতরণ করেছে আইসোটেক গ্রম্নপের সহযোগী প্রতিষ্ঠান পাওয়ার চায়না রিসোর্স লিমিটেড। শুক্রবার ওই বিদ্যালয়ের ১০৮ জন শিক্ষার্থীর মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল পাওয়ার পস্নান্টের সিইও ঝাউ জেংকিং, পাওয়ার চায়না রিসোর্স লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট ঝাউ জিংহাউ, পাওয়ার চায়না রিসোর্স লিমিটেডের অ্যাডমিনিস্ট্রেশন অফিসার প্যান ইউনপিং, পাওয়ার চায়না রিসোর্স লিমিটেডের কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট ম্যানেজার লুই জিংফেং, আইসোটেক গ্রম্নপের ব্যবস্থাপনা পরিচালক মো. মঈনুল আলম, আইসোটেকের মিডিয়া অ্যাডভাইজার ফিরোজ চৌধুরী, পিআরও স্মরণ প্রমুখ।