গোয়ালন্দে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

প্রকাশ | ২০ এপ্রিল ২০১৯, ০০:০০

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
বাল্যবিয়ের অভিশাপ থেকে রেহাই পেলেন তমা আক্তার নামের এক শিশু। সে গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর রিয়াজ উদ্দিনপাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ভূরিভোজ সম্পন্ন হয়েছে। সবাই রয়েছেন ইমাম সাহেবের অপেক্ষায়। কিন্তু সেই সময় গিয়ে হাজির হলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা। তিনি আইনত এ বিয়ে দন্ডনীয় অপরাধ ও বাল্যবিয়ের কুফল সম্পর্কে সবাইকে অবগত করেন। উপায় না পেয়ে উভয় পক্ষ সম্মত হয়ে ভেঙে দেন বিয়ে। মেয়ের বাবা আতাউর রহমান একজন দরিদ্র মুদি দোকানদার। সদর উপজেলার আহলাদীপুর এলাকার মজিদ শেখের ছেলে তৌহিদুল ইসলামের সঙ্গে তার বিয়ের আয়োজন চলছিল। \হউপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আ. সালাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।