গাজীপুরে লুব্রিকেন্ট ওয়েল কারখানা সিলগালা

প্রকাশ | ২০ এপ্রিল ২০১৯, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে অবৈধভাবে লুব্রিকেন্ট অয়েল তৈরি করায় একটি কারখানাকে সিলগালা, ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন এ দন্ড প্রদান করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা জোনের সহকারী কমিশনার আশরাফুজ্জামান জানান, পূবাইল এলাকায় স্মার্ট মেটাল নামে একটি কারখানায় অবৈধভাবে পলিথিন পুড়িয়ে, উন্মুক্ত পরিবেশে ক্ষতিকর ধোঁয়া নির্গমন এবং জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের কোনো প্রকার অনুমতি ছাড়াই লুব্রিকেন্ট অয়েল উৎপাদন করছিল। খবর পেয়ে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা, ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।