দুপচাঁচিয়া উপজেলা নির্বাচনে বেশির ভাগ প্রার্থী পেশায় ব্যবসায়ী

প্রকাশ | ১০ মে ২০২৪, ০০:০০

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাদের গণসংযোগ। উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। সেই সঙ্গে নানা গুণকীর্তনসংবলিত গানে মাইকে চলছে প্রচারণা। পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। দুপচাঁচিয়ায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বেশির ভাগ প্রার্থীই পেশায় ব্যবসায়ী। অনলাইনে নির্বাচন অফিসে দাখিলকৃত হলফনামা থেকে প্রাপ্ত এ তথ্য জানা গেছে। চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক প্রামাণিক (আনারস প্রতীক) পেশা ব্যবসা, আহম্মেদুর রহমান বিপস্নব (মোটর সাইকেল) কৃষি খাত থেকে আয়, মাহবুবা নাসরিন রূপা (কাপ-পিরিচ) ক্ষুদ্র ব্যবসা, ভাইস চেয়ারম্যান প্রার্থী আমিনুর রহমান মহলদার (তালা) কৃষি ও ব্যবসা, আবু বক্কর সিদ্দিক আলম (টিউবওয়েল) ব্যবসা মৎস্য আড়ত, ইউসুফ আলী খান আঙ্গুর (উড়োজাহাজ) ব্যবসা, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাহমিদা আক্তার ফারজানা (হাঁস) গৃহিণী, খাতিজা আক্তার রিতা (প্রজাপতি) গৃহিণী ও সখিনা বেগম (ফুটবল) গৃহিণী। এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫৬ হাজার ৩৭১। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ১২৬, মহিলা ভোটার ৭৮ হাজার ২৪৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন।