রূপগঞ্জে দোয়াত কলম প্রতীক নিয়ে প্রচারণায় ব্যস্ত হাবিব

প্রকাশ | ১০ মে ২০২৪, ০০:০০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত দোয়াত কলম প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব -যাযাদি
আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত দোয়াত কলম প্রতীকের উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব। বৃহস্পতিবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাও, দক্ষিণপাড়া, নগরপাড়া, কামসাইর, মাঝিনা, ইছাখালি, বরুনা, নাওড়া এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে দোয়াত কলম প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচার প্রচারণা লিফলেট বিতরণ করছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহেদ আলী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য সীমা রাণী পাল শীলা, রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ইউপি সদস্য ওমর ফারুক ভুঁইয়া, মোয়াজ্জেম হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, সাধারণ সম্পাদক রাসেল, আওয়ামী লীগ নেতা রবি রায় প্রমুখ।