নুসরাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
জামালপুরের ইসলামপুরে নুসরাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন -যাযাদি
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শনিবার বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর : ইসলামপুর (জামালপুর) : উপজেলা গেটের সামনে ইসলামপুর সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৌর আ. লীগের সভাপতি নুর ইসলাম নুরের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াছমিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছালাম, শ্রমবিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, কৃষিবিদ শফিকুর রহমান শিবলী প্রমুখ। ফেনী : ফেনীতে নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন অব্যাহত রয়েছে। শহরের বিভিন্ন স্থানে ফেনী জিএ একাডেমি স্কুল, জেলা নারী জোটসহ একাধিক সংগঠন মানববন্ধন করে। সকালে জি এ একাডেমি স্কুলের সামনে থেকে শুরু করে কলাবাগান পর্যন্ত প্রায় দুই হাজার শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা বিভিন্ন পেস্নকার্ড ও ফেস্টুন নিয়ে খুনি সিরাজ-উদ-দৌলাসহ সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ সময় বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অবু ইউসুফ, স্কুলের প্রধান শিক্ষক তাজুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর বাহার, কাউন্সিলর মজিবুর রহমান। এদিকে দুপুরে শহরের ট্রাংক রোডস্থ শহীদ মিনারে সামনে মানববন্ধন করে জেলা নারী জোট। এ সময় বক্তব্য রাখেন ফরিদা ইয়াসমিন, ফেরদৌস আরা, জাহাঙ্গীর আলম নান্টু প্রমুখ। মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) : সম্মিলিত নারী ও শিশু অধিকার মঞ্চের ব্যানারে খাগড়াছড়ি সদর শাপলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক সুজনের খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দিন আহম্মেদ, নারী নেত্রী শেফালিকা ত্রিপুরা, সমাজকর্মী মথুরা বিকাশ ত্রিপুরা, সাংবাদিক মুহাম্মদ আবু দাউদ প্রমুখ। ডিমলা (নীলফামারী) : মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম, ১০ম শ্রেণির ছাত্র মেহেদি হাসান শান্ত, স্বরণি বর্ণি, সাংবাদিক আব্দুল করিম যাদু, কামরুজ্জামান মৃধা, টেপাখড়িবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা একাব্বর আলী প্রমুখ।