আশুগঞ্জে আ'লীগের দু'পক্ষের সভা আহ্বান, ১৪৪ ধারা জারি

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একই সময়ে ও একই স্থানে উপজেলা আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রম্নপের সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করে উপজেলা সদরের সরকারি হাজী আবদুল জলিল উচ্চ বিদ্যালয় এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। শনিবার দুপুর থেকে রোববার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। আশুগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এটিএম মুর্শেদ এই ১৪৪ জারি করেন। শনিবার দুপুর থেকে এ সংক্রান্ত মাইকিং শুরু করে উপজেলা প্রশাসন। উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় সাংগঠনিক অবস্থার জোরদার করার জন্য গত ১ সপ্তাহ আগে উপজেলা সদরের সরকারি হাজী আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ের হল রুমে দলের বর্ধিত সভা আহ্বান করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু নাছের আহমেদ। শনিবার বিকাল ৩টায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত শুক্রবার সন্ধ্যায় একই স্থানে একই সময়ে পাল্টা প্রতিবাদ সভা আহ্বান করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মো. ছফিউলস্নাহ মিয়া। এনিয়ে উভয় গ্রম্নপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন শনিবার দুপুর থেকে রোববার রাত ১২টা পর্যন্ত সরকারি হাজী আবদুল জলিল উচ্চ বিদ্যালয় ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করে মাইকিং শুরু করেন।