নাসিরনগরে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উদ্ধার হওয়া বিরল প্রজাতির বন্যপ্রাণী 'তক্ষক'টি অবমুক্ত করা হয়েছে। শুক্রবার বিকালে নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজ এলাকায় এটিকে অবমুক্ত করেন বন কর্মকর্তা আবদুস সালাম। এ সময় নাসিরনগর থানার ওসি মো. সাজেদুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম, থানার সাব-ইন্সপেক্টর কাওসার হোসেন, রিপন চক্রবর্তীসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে বুধবার রাতে উপজেলা সদরের কলেজ মোড়ে তক্ষকটি নিয়ে ধরা পড়েন উপজেলার ধনকুড়া গ্রামের জারু মিয়ার ছেলে আঙ্গুর মিয়া। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে থানায় মামলা দায়ের করেন ও বৃহস্পতিবার আদালতের মাধ্যমে আঙ্গুর মিয়াকে জেলহাজতে প্রেরণ করা হয়।