ডাকাতসহ ৯০ জন আটক

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
গোপালগঞ্জে আটককৃত আন্তঃজেলা জেলা ডাকাতদলের সদস্যরা -যাযাদি
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯০ জনকে আটক করেছেন। প্রতিনিধি এবং সংবাদদাতদের পাঠানো খবর: ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি নতুন বাজার থেকে শুক্রবার বিকালে ২শ' পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। সীতাকুন্ড (চট্টগ্রাম): সীতাকুন্ডে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসে তলস্নাশি চালিয়ে দুই হাজার পিচ ইয়বাসহ ৪ যাত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- সালমা আক্তার (২০), জমিলা আক্তার টুম্পা (২১), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২৮) ও নুরুল আফছার (৩০)। নাটোর: নাটোরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে মাদক দ্রব্যসহ ১৫ জনকে গ্রেফতার করেছে। রাতব্যাপী একটি অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হরা। সাতক্ষীরা: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার দু'জনসহ ৫৫ জনকে গ্রেফতার করেছে। মাদকবিরোধী অভিযানের সময় পুলিশ এক কেজি গাঁজা উদ্ধার করেছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত সাতক্ষীরা জেলার আটটি থানায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা থেকে ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ১২ জন, শ্যামনগর থানা থেকে ৫ জন, আশাশুনি থানা থেকে ৮ জন, দেবহাটা থানা থেকে ৩ জন, পাটকেলঘাটা থানা থেকে ২ জনসহ মোট ৫৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বাজিতপুর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের বাজিতপুর থানার পুলিশ গতকাল শনিবার বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে। গোপালগঞ্জ: গোপালগঞ্জ, বাগেরহাট ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাইকৃত মোবাইল সেট, কাপড়, লুঙ্গি ও নগদ টাকাসহ আন্তজেলা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে মালামালসহ এদেরকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. ছানোয়ার হোসেন।