সড়ক ও জনপথের গণশুনানি অনুষ্ঠিত

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৯, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুর মহানগর এলাকায় বিআরটিসির সিটি সার্ভিস চালুর আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম। শনিবার দুপুরে রংপুর আঞ্চলিক সড়ক ও জনপথ জোন অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব আশ্বাস দেন। এর আগে সেখানে গণশুনানি অনুষ্ঠিত হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে গণশুনানিতে বক্তব্য রাখেন, সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, অতিরিক্ত সচিব বেলায়েত হোসেন ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফকির আব্দুর রব প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর সড়ক ও জনপথ জোনের আওতায় উত্তরাঞ্চলের ১০ জেলার কর্মকর্তাবৃন্দ। গণশুনানিতে অংশগ্রহণকারী সাধারণ মানুষ, ঠিকাদার, বিআরটিএ ও বিআরটিসির কর্মরত-কর্মচারীসহ সংশ্লিষ্টরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় রংপুরের সড়ক ও জনপদ বিভাগের কাজের মান নিয়ে প্রশ্ন তোলা হয়। পাশাপাশি রংপুর এবং দিনাজপুর বিআরটিএতে পরিবহনের ফিটনেস ও চালকের ড্রাইভিং লাইসেন্সের নামে হয়রানিসহ ঘুষ-বাণিজ্য, রাস্তায় ট্রাকের কাগজ তলস্নাশির নামে পুলিশি উৎকচ বাণিজ্য, বৃক্ষরোপণের নামে সরকারি অর্থ লোপাট, সড়ক ও জনপদ বিভাগের গাড়ি মেরামতের নামে অভিনব কৌশলে লুটপাটসহ নানা অভিযোগ উঠে আসে। এ সময় তারা রংপুর ডিপোতে আধুনিকায়ন ও শিতাতপ নিয়ন্ত্রিত বাস প্রদান এবং রংপুর মহানগর এলাকায় বিআরটিসির সিটি সার্ভিসের চালুর দাবি তোলেন। তিনি শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সড়কে উন্নয়নমূলক কাজ যথা সময়ে শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।