রূপসায় বোরো ধানে চিটা, দিশেহারা কৃষক

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৯, ০০:০০

রূপসা (খুলনা) সংবাদাদাতা
রূপসায় বিস্তীর্ণ মাঠজুড়ে কৃষকের স্বপ্ন সবুজের সমারোহ। সমুদ্রের ছোট ছোট ঢেউয়ের মতো সবুজ ধানের পাতাগুলো দোল খাচ্ছে। রাশি রাশি সোনালি ধানে ভরে ওঠবে কৃষকের শূন্য গোলা, চলতি বোরো মৌসুমে এমনটাই আশা ছিল চাষিদের। উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন বোরো বস্নক ঘুরে দেখা গেছে একরের পর একর আধা পাকা ধানক্ষেতে পাতাপোড়া রোগ দেখা দিয়েছে। ধানক্ষেত গুলোতে আধা পাকা ধানের পাতা পুড়ে শীষ শুকিয়ে ভেতরে চিটা হয়ে যাচ্ছে। বোরো মৌসুমের মাঝামাঝি সময়ে ধান পাকার কয়েকদিন বাকি থাকতেই নতুন করে ধান ক্ষেতে পাতাপোড়া বা বিএলবি রোগ দেখা দেয়ায় বিপাকে পড়েছেন খুলনা জেলার রূপসা উপজেলার বোরো চাষিরা। কীটনাশক প্রয়োগ করেও রোগ মুক্ত হচ্ছে না আক্রান্ত ধানক্ষেত। ফলে জমির ধানগুলো চিটা হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়ছেন কৃষকরা। টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের কৃষক কুতুব উদ্দিন জানায়, তিনি ৭/৮ বিঘা জমিতে ধান রোপণ করেন। গত কয়েক দিনের অতিবর্ষণের পর প্রথমে দুই একটি ধানের পাতা পুড়ে যায়। পরবর্তীতে জমির ধানের পাতাগুলো পুড়ে দ্রম্নত পার্শ্ববর্তী জমিগুলোতে ছড়িয়ে পড়েছে। ওষুধ ছিটিয়েও বোরো ধানের এ পাতা পোড়া রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, পাতাপোড়া রোগের কারণে তার আবাদি জমির অর্ধেক ধান ইতোমধ্যে নষ্ট (চিটা) হয়ে গেছে। এ ব্যাপারে রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান জানান, গত কয়েক দিনের অতিবর্ষণে জমিতে আবহাওয়ার পরিবর্তন জনিত কারণে পাতাপোড়া রোগ দেখা দিয়েছে।