সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ভবন উদ্বোধন সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা তৃতীয় প্রাথতিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি-৩) এর আওতায় সাঘাটার পশ্চিম পবনতাইড় কাজী জাফর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৬ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার ভবনের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আলহাজ অ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, আ'লীগ সভাপতি নাজমুল হুদা দুদু, ইউএনও উজ্জল কুমার ঘোষ প্রমুখ। শতবর্ষ উদযাপন সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা সিরাজদিখানে ৩ গুণী ব্যক্তিকে সম্মাননা দিয়েছে রাজদিয়া অভয় পাইলট উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি। শনিবার দুপুরে বিদ্যালয় আঙিনায় সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদকে সংবর্ধনা দেয়া হয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মওলা পিপুলকে রাষ্ট্রপতি পদক পাওয়ায় এবং শিক্ষা প্রযুক্তি ও গবেষণায় ডক্টরেট ডিগ্রি লাভ করায় ড. সাইদুল ইসলাম খান অপুকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক আজহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নাজমুল আলম খান, শিল্পপতি মনোয়ার হোসেন বাদল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত ঘোষ প্রমুখ। কর্মসূচি উদ্বোধন ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে শুখ নদীর সীমানা নির্ধারণ ও অবৈধ দখলদারদের তালিকা প্রণয়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবর দুপুরে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। উপজেলা নির্বাহী অফিসার আব্দুলস্নাহ আল-মামুনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী প্রমুখ। সার বিতরণ দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা পটুয়াখালীর দুমকি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষকদের মাঝে সার, বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এতে এমপি ও সাবেক মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউএনও মো. আল ইমরানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন-অর-রশিদ হাওলাদার। আলোচনা সভা তিতাস (কুমিলস্না) সংবাদদাতা কুমিলস্নার তিতাসে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ। স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে শনিবার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মো. মহসীন ভূঁইয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ প্রমুখ। এসডিজি কর্মশালা পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় ও পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শনিবার দিনব্যাপী উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সকাল সাড়ে ৯টায় রেজিস্ট্রেশন শেষে কর্মশালার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার প্রেক্ষাপট বিশ্লেষণ করে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুসফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) পত্নীতলার সানজিদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার প্রমুখ। সংবর্ধনা প্রদান রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা কুড়িগ্রামের রাজারহাট পাইলট উচ্চবিদ্যালয় মাঠে শুক্রবার রাতে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পিকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি চাষি আব্দুস ছালাম মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহম্মেদ। প্রভাষক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউএনও মুহ. রাশেদুল হক প্রধান, থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার। চাল বিতরণ এনায়েতপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা সিরাজগঞ্জের এনায়েতপুরে নিষিদ্ধ সময়ে জাটকা ইলিশ আহরণে বিরত থাকা ১৬৪ দুস্থ জেলের মধ্যে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদিয়া চাঁদপুর ইউপি চত্বরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা ত্রাণ কর্মকর্তা আবদুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন পিআইও মজনু মিয়া, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, ট্যাগ কর্মকর্তা খালিদ মাহমুদ, ইউপি সচিব মনোয়ারুল ইসলাম প্রমুখ। সচেতনতা সভা বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জামালপুরের বকশীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে ভূমি আইনবিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উপজেলা আ'লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমীন স্মৃতি, নিলক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু প্রমুখ। প্রশিক্ষণ সম্পন্ন সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান বু্যরো (ব্যানবেইজ) আয়োজিত সীতকুন্ড উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন এ ১৫ দিনব্যাপী শিক্ষকদের প্রথম হার্ডওয়্যার নেটওয়ার্ক অ্যান্ড ট্রাবলশুটিং কোর্স সমাপনিতে সনদ বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাস্টার ট্রেনার অধ্যাপক মোহাম্মদ মোস্তফা কামাল, ল্যাব সহকারী মো. শিবলু নোমান প্রমুখ। ফ্রি স্বাস্থ্যসেবা ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের নলপাতুয়া গ্রামে মহেশপুর প্রাইম সমাজ কল্যাণ সংস্থার স্মার্ট হেলথ সার্ভিস প্রকল্পের উদ্যোগে একজনকে মৃতু্যদাবির টাকা প্রদান করা হয়েছে এবং ওই গ্রামের শতাধিক মানুষের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। বুধবার দিনব্যাপী ওই গ্রামের ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এর সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান এবি এম শহিদুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান আজিজুর রহমান, মহিলা ইউপি সদস্য সালমা বেগম, প্রাইম সমাজ কল্যাণ সংস্থার স্মার্ট হেলথ সার্ভিস প্রকল্পের প্রকল্প সমন্বনয়কারী তপন জোয়ার্দ্দার প্রমুখ। স্বাস্থ্যসেবা সপ্তাহ চারঘাট (রাজশাহী) সংবাদদাতা 'স্বাস্থ্যসেবা অধিকার, শেখ হানিনার অঙ্গীকার' এ প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর চারঘাট উপজেলায় জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উদযাপন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হক জাতীয় স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আয়োজনে একটির্ যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য কমপেস্নক্স প প কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও নাজমুল হক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থোপেডিক ডা. মতিউর রহমান, ডা. অশোক, মালিহা নাসরিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মফিজুল ইসলাম, স্বাস্থ্য পরিসংখ্যানবিদ মাইমুল হোসেন। কর্মশালা অনুষ্ঠিত বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা নাটোরের বড়াইগ্রামে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে উত্তরবঙ্গের সাতটি জেলায় যুবদের কর্মসংস্থান ও আত্নকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উত্তরবঙ্গ প্রকল্প পরিচালক আব্দুর রেজ্জাক। বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী প্রকল্প পরিচালক আব্দুর রউফ শাহ, যুব উন্নয়ন অধিদপ্তর নাটোরের ডিডি নওশাদ আলী, বুলবুল পারভেজ, রেজাউল করিম প্রমুখ। মতবিনিময় সভা ধুনট (বগুড়া) সংবাদদাতা বগুড়ার ধুনটে সাংবাদিকদের সঙ্গে উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান তৌহিদুল আলম মামুনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা। ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সহসভাপতি সাংবাদিক মাসুদ রানা, ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক ইমরুল কায়েস ঝিনুক খান, সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণ প্রমুখ।