নেত্রকোনায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি -যাযাদি
নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আরও বেশি করে বিজ্ঞান চর্চা করতে হবে। আজকের শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য মুখ্য ভূমিকা পালন করতে হবে।
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান প্রমুখ।