গাইবান্ধায় চার দিনব্যাপী নাসিব উদ্যোক্তা মেলা উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য শাহ সারোয়ার কবির এমপি -যাযাদি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য শাহ সারোয়ার কবীর এমপি বলেছেন, 'নারী উদ্যোক্তারা কুটির শিল্পের নানা কাজ করার ফলে দেশে শিল্পের বিকাশ ঘটছে। আজ নারীরা আর বসে নেই। তাদের হাতের নানা কারুকার্য করায় শিল্প বাণিজ্যের অনেকটা উন্নতি হচ্ছে। তাদের সহযোগিতা করা হলে তারা অর্থনৈতিক দিক দিয়ে আরও স্বাবলম্বী হবে।'
বুধবার জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশের (নাসিব) উদ্যোগে গাইবান্ধায় চার দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মেলা উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন।
পরে 'নাসিব' গাইবান্ধা জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, সংগঠনের পরিচালক মাহবুবা সুলতানা, বেলাল হোসেন, সিফতান আহমেদ, হামিমা তুন্নি, তাসলিমা আজম প্রমুখ।
মেলায় নারী উদ্যোক্তাদের হাতে তৈরি নানা রংয়ের পোশাক, বিভিন্ন প্রসাধনী সামগ্রীর ৫৪টি স্টল বসানো হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।