শ্রীনগরে কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দখল নিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদ
প্রকাশ | ১৬ মে ২০২৪, ০০:০০
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের 'কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দখল' নিয়ে গত ১১ মে 'এশিয়ান ইনকোয়ারি' নামক অনলাইন টিভিতে প্রচারিত একটি প্রতিবেদন প্রচারিত হয়। উক্ত প্রতিবেদনটির তথ্য অসত্য বলে অভিযোগ করে সোমবার এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মহাশ্মশান কমিটির সভাপতি লিখিত বক্তব্যে জানান, প্রতিবেদনটিতে হিন্দু সমাজ থেকে জনবিচ্ছিন্ন কতিপয় ব্যক্তি শ্মশানের জায়গা দখলের বিষয়টি উলেস্নখ করেন। যা আদৌ সত্য নয়। অত্র এলাকার তৎকালীন জমিদার লালা রাজেন্দ্র কুমার বসু ও ব্রজেন্দ্র কুমার বসুর পিতার আমলে ১৭৬১ খ্রি. এই মহাশ্মশানটি স্থাপিত হয়। উক্ত শ্মশানে শ্রীনগর, লৌহজং ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন গ্রামের সনাতন ধর্মের মৃতদেহ সৎকারের জন্য ব্যবহার করা হয়। শ্রীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে এলাকার সবার সহযোগিতায় প্রতি বছর সারম্বরে কালীপূজা বা দ্বীপান্বিতা উৎসব পালন করা হয়।
তিনি আরও বলেন, শ্মশানের কোনো জায়গা কেউ দখল করেনি। শ্মশানের জায়গা দখলের বিষয়ে উপজেলা চেয়ারম্যান বা আত্মীয় স্বজনের কোনো সংশ্লিষ্টতা নেই। শ্মশান সম্পর্কিত বিষয়ে উপজেলা চেয়ারম্যান বা তার আত্মীয়স্বজনকে জড়িয়ে প্রচারিত সংবাদের আমরা তীব্র নিন্দা প্রকাশ করছি।'