গাংনীতে উপজেলা নির্বাচন থেকে সরে গেলেন সাবেক চেয়ারম্যান
প্রকাশ | ১৬ মে ২০২৪, ০০:০০
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম।
মঙ্গলবার দুপুরে নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, আওয়ামী লীগ নেতা ইছার উদ্দীন, সাংস্কৃতিক সংগঠক মোরাদ হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির এক প্রার্থীসহ আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে সাবেক এমপি সাহিদুজ্জামান খোকনের স্ত্রী লায়লা আরজুমান বানু ও উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন।