তালায় জমে উঠছে উপজেলা নির্বাচন
প্রকাশ | ১৭ মে ২০২৪, ০০:০০
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় জমে উঠেছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। ২১ মে ২য় ধাপের নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠছে পুরো উপজেলা। এবারের নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় নির্বাচনী মাঠে আওয়ামী লীগ ও তার শরিক দলের একাধিক প্রার্থীকে প্রচার-প্রচারণায় দেখা যাচ্ছে। এবার উপজেলা চেয়ারম্যান পদে লড়ছে ৭ জন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছে ২ জন।
উপজেলার ১২টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন। এর মধ্যে ১ লাখ ৩৪ হাজার ১৮১ জন পুরুষ ভোটার ও ১ লাখ ৩২ হাজার ৫২ জন মহিলা ভোটার আর তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১ জন। সাধারণ ভোটাররা বলছেন, দলীয় প্রতীক না থাকায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী বিভিন্ন জায়গায় গণসংযোগ চালিয়ে যাচ্ছে। গ্রামগঞ্জের হাট-বাজার ও চা স্টলগুলোতে চলছে নির্বাচনী আলাপচারিতা। ভোটাররা মনে করছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সুষ্ঠু নির্বাচন হলে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়বে।
এর মধ্যে চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, চিংড়ি প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ঘোড়া প্রতীকে উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম নজরুল ইসলাম, দোয়াত-কলম প্রতীকে খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আমিনুল ইসলাম, মোটর সাইকেল প্রতীকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলদার আতাউর রহমান, হেলিকপ্টার প্রতীকে জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ সাধু ও আনারস প্রতীক নিয়ে লড়ছেন প্রভাষক আব্দুল মালেক।
ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল জব্বার, মাইক প্রতীকে সাবেক ভাইস চেয়ারম্যান ইকতিয়ার হোসেন, টিয়া পাখি প্রতীকে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ নাজমুল হুদা পলাশ, টিউবওয়েল প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম টিটু, উড়োজাহাজ প্রতীকে কাজী লিয়াকত ও চশমা প্রতীক নিয়ে লড়ছেন বাবলুর রহমান।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুরর্শিদা পারভিন পাপড়ী 'কলস' ও ফুটবল প্রতীকে নিয়ে লড়ছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসতারী সুলতানা পুতুল।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আফিয়া শারমিন বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।