নারীর প্রতি সহিংসতা রোধে বিভিন্ন স্থানে মানববন্ধন

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
ফেনীর সোনাগাজীতে নুসরাত হত্যাসহ সব নারী নির্যাতনের প্রতিবাদে নাটোরের সিংড়ায় মানববন্ধন -যাযাদি
সারা দেশে ধর্ষণ, শিশু হত্যা, অপহরণ বন্ধসহ ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির হত্যাকারী সিরাজ উদ দৌলা ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে সোমবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি এবং সংবাদদাতার পাঠানো খবর: দিরাই (সুনামগঞ্জ): পূজা উদযাপন কমিটির সভাপতি সুরঞ্জন রায়ের সভাপতিত্বে ও সহসভাপতি শিক্ষক স্বাধীন কুমার চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনীর রঞ্জন রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা কানু রায়, উজান বাউসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহিনী কান্ত দাস, কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক নির্মল রায়, হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীরেশ চন্দ্র রায়, আশীষ রায প্রমুখ। মেহেরপুর: মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অংকুর নামের ছাত্র কল্যাণমূলক একটি সংগঠন। বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি নাসিম নেজা বাধন, সাধারণ সম্পাদক সাজ্জাদ রহমান সান, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মুন, সহসভাপতি হুসাইন কাদের সাজুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ডুমুরিয়া (খুলনা): মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য শোভা রানী হালদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল চন্দ্র দে, সাবেক যুবলীগ নেতা কাজী আলমগীর, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষক গৌর চন্দ্র ঢালী, সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষ, শিক্ষক অনুদু্যতি মন্ডল, কৃষকলীগ নেতা অরিন্দম মলিস্নক, প্রণব সরদার, মাইকেল রায়, রামপদ মন্ডল, ছাত্রলীগ নেতা শেখ মাসুদ রানা প্রমুখ। ভাঙ্গুড়া (পাবনা): উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ভবেশ চন্দ্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মলয় কুমার দের সঞ্চালনায় মানববন্ধনে হিন্দু ধর্মীয় নেতা সঙ্গীত পাল, তরুণ কুমার, পরেশ চন্দ্র, বিকাশ কুমার চন্দ, দুলাল কুমার দাস, টুম্পা রায়সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জয়পুরহাট: মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হৃষিকেশ সরকার, সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক ঠাকুর প্রমুখ। সোনাগাজী: পূজা কমিটির সভাপতি জগদীশ চন্দ্র শীলের সভাপতিত্ব ও ছাত্র যুব ঐক্য পরিষদ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ মহাজনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের ফেনী জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুজিত মজুমদার, সদস্য রুপম শর্মা, উপজেলা সহসভাপতি শান্তি রঞ্জন কর্মকার, দুলাল মজুমদার, উপজেলা সম্পাদক সমর দাস, কৃষ্ণ মাস্টার, পলাশ বসাক, ডা হারাধন, ডা শুকলাল, ভবন বাবু, চরচান্দিয়া সম্পাদক পলাশ দাস, রঞ্জিত বালামী, চন্দন দাস প্রমুখ। নাটোর: প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনকালে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উমা চৌধুরী জলি, সহসভাপতি অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়সহ সংগঠনের উপজেলা নেতৃবৃন্দ। এ ছাড়া এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোর্তুজা বাবলু, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সচেতন নাগরিক কমিটির সভাপতি রনেন রায়, দীঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আব্দুরর রাজ্জাক, সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্টুসহ অন্যান্যরা। মান্দা (নওগাঁ): বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মান্দা শাখার সভাপতি প্রবীণ কুমার দাসের সভাপতিত্বে ও প্রভাষক ভুপেন্দ্রনাথ বাগচির সঞ্চালনায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, নারী ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, পূজা উদযাপন পরিষদ নওগাঁ জেলা শাখার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নিরঞ্জন বাগচি নিরু, উপজেলা শাখার সহসভাপতি প্রাণনাথ সরকার, সুরেশ চন্দ্র সরকার, উজ্জল কুমার সরকার, মুক্তিযোদ্ধা বিশ্বনাথ মন্ডল, সুবল কবিরাজ প্রমুখ। ডোমার (নীলফামারী): পূজা উৎযাপন পরিষদের আহ্বায়ক রাম কৃষ্ণ বর্মনের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন- পূজা উৎযাপন পরিষদ ডোমার শাখার যুগ্ম আহ্বায়ক অমরজিৎ সিংহ, তাপস কুমার অধিকারী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক জগবন্ধু রায়, নিখিল চন্দ্র সাহা, বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুর আহমেদ ডন, মুক্তিযোদ্ধা মফিজার রহমান দুলাল প্রমুখ। বগুড়া: মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বগুড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দীলিপ কুমার রায়, সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, বগুড়া পূজা উদযাপন পরিষদের পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ সহসভাপতি সুজিত তালুকদার, অসিম রায়, গোপাল তেওয়ারি প্রমুখ। বোয়ালখালী: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার আহ্বায়ক সুনীল চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও সদস্য সচিব অমিত লালার সঞ্চালনায় মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি সজল কান্তি চৌধুরী, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, জেলা পূজা উদযাপন পরিষদের গণসংযোগ বিষয়ক সম্পাদক নবজিৎ চৌধুরী রানা প্রমুখ। ফেনী: জেলা পূজা উৎযাপান পরিষদের সভাপতি রাজিব খগেস দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিমল চন্দ্র শীল, হিরা লালা চক্রবর্তি, শান্তি রঞ্জন চৌধুরী, সমর কুমার দেবনাথ প্রমুখ। শেরপুর (বগুড়া): উপজেলার আলোকিত বগুড়া সীমাবাড়ী ইউনিয়ন শাখা ও সীমাবাড়ী শিক্ষক কল্যাণ সমিতির যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা আশরাফ উদ্দিন সরকার মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সীমাবাড়ী ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা মুনছুর রহমান আকন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান. আলোকিত বগুড়া সীমাবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক সহসুপার কাজী মুহাম্মাদ আলমগীর হোসেন, মুক্ত জীবনের সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, ডা. আলাল, মো. হেলাল উদ্দিন প্রমুখ। ধনবাড়ী (টাঙ্গাইল): মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধনবাড়ী শাখার উপদেষ্টা সত্যবাবু, চিত্ত রঞ্জন, সভাপতি বিনয় কৃষ্ণ তালুকদার, সাধারণ সম্পাদক মদন দাস, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, মুক্তিযোদ্ধার সাবেক কান্ডার আনোয়ার হোসেন কালু, মাইটিভির সাংবাদিক হাফিজুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী শাখার সাধারণ সম্পাদক জীবন মাহমুদ শক্তি, বীর মুক্তিযোদ্ধা ইউছুব আলী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক নিতাই দে, প্রবীর কুমার সরকার, আল্পনা রানী বর্ধন, বিষ্ণু পদ সাহাসহ আরোও অনেকে। বেনাপোল: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শার্শা উপজেলা শাখার আয়োজনে বেনাপোল সোনালী ব্যাংক চত্বরে এ মানব বন্ধন কর্মসূচিতে অংশ নেয় শ্রী শ্রী ভ্রম্ম হরিদাস ঠাকুরের পাটবাড়ী আশ্রম, পরিচালনা পরিষদ উপদেষ্টা পরিষদ ও যুবপরিষদ, প্যাচোড় বাওড় মন্দির ও মহাশ্মশান কমিটি, কাগজপুকুর কলিমন্দি কমিটি। সিংড়া (নাটোর): পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল বিহারি দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নাটোর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সুশান্ত কুমার ঘোষ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওদুদ দুদু, নাটোর জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুব্রত কুমার সরকার, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চাঁদ মোহন সরকার, এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ'লীগের সহসভাপতি আ. ওয়াদুদ মোলস্না, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, ছাত্রলীগ নেতা সুব্রত কুমার প্রমুখ। হাকিমপুর (দিনাজপুর): বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাকিমপুর উপজেলা শাখার আহ্বায়ক গনেশ প্রসাদ সাহার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক অলক কুমার বসাক মিন্টু, সদস্য সচিব দিপঙ্কর সাহা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডলসহ অনেকে। চিরিরবন্দর (দিনাজপুর): মানববন্ধনে উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক ধীমান দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক জীতেন্দ্র নাথ রায়, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী, স্কুল শিক্ষিকা সীতারানী রায়, নারী নেত্রী কল্যাণী সরকার প্রমুখ বক্তব্য রাখেন। পাবনা: এ সময় পথসমাবেশে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট সনৎ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক বাদল কুমার ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষ চন্দ্র ভদ্রসহ আরও অনেকে।