স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের আড়ালিয়া গ্রামে সোমবার দুপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ফাহিমার মা ফরিদা জানায়, উপজেলার টোক ইউনিয়নের বড়চালা গ্রামের মনিরের ছেলে অটোরিকশা চালক লিমনের সঙ্গে আড়ালিয়া গ্রামের ফজলুল হকের মেয়ে ফাহিমার পারিবারিকভাবে প্রায় ৯ মাস আগে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকে তাদের মধ্যে প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকত। ফলে প্রায় তিন মাস আগে ফাহিমা তার বাবার বাড়ি চলে আসে। এর পর মাঝে মধ্যেই লিমনের শ্বশুরবাড়িতে আসা-যাওয়া থাকলেও প্রায় মাস খানেক ধরে তার শ্বশুরবাড়িতে যাতায়াত ছিল না। হঠাৎ গত রোববার লিমন শ্বশুরবাড়িতে এলে সকাল পর্যন্ত স্বামী-স্ত্রীর মধ্যে স্বাভাবিক আচরণ দেখা যায়। সকাল সাড়ে ১০টার পরে বাড়িতে কোনো লোকজন না থাকায় তারা দুইজন ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বাড়ির লোকজন দুপুর ১২টার দিকে তাদের ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ফাহিমাকে খাটে মৃত অবস্থায় ও লিমনকে স্ত্রীর ওড়না দিয়ে ঘরের ধরনায় ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানা পুলিশে খবর দিলে ওসি অপারেশন মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল লাশ দুইটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।