সড়ক দুর্ঘটনা

চার জেলায় নিহত ৪

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
চার জেলায় সোমবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। টাঙ্গাইলের ঘাটাইলে বৃদ্ধ, নাটোরের বড়াইগ্রামে যুবক, চিরিরবন্দরে বৃদ্ধ ও বরগুনার বেতাগীতে শিশু নিহত হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর : ঘাটাইল (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সাগরদীঘি সখিপুর সড়কের বড়চালা এলাকা নামক স্থানে ভ্যান গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. বাদশা মিয়া (৫০) নামে একজন নিহত হয়েছেন। রোববার ভোরে এ ঘটনা ঘটছে। নিহত বাদশা শালিয়াবহ গ্রামের মৃত জবান আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার ভোরে বাদশা মিয়া কলাবোঝাই ভ্যানগাড়ি নিয়ে সখিপুর উপজেলা কুতুবপুর বিক্রি করতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে তার মৃতু্য হয়। বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাপায় লিটন আহমেদ (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে টিঅ্যান্ডটি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। লিটন উপজেলার জোয়াড়ী ইউনিয়নের ভবানিপুর গ্রামের দুদু মিয়ার ছেলে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিম হোসেন শিকদার জানান, লিটন আহমেদ বনপাড়া বাইপাস এলাকা থেকে মোটরসাইকেলে বাজারে যাচ্ছিলেন। এ সময় তামাকবাহী একটি ট্রাক (কুষ্টিয়া-ট ১১-২৩৯৮) পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সড়কে ছিটকে চাকার নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই নিহত হন লিটন। চিরিরবন্দর (দিনাজপুর) : চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ছলিমউদ্দিন (৬৫) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ৯টায় উপজেলার পার্বতীপুর-দিনাজপুর সড়কের ঘুঘুরাতলীর চিরিরবন্দর ফিলিং স্টেশনের কাছে ঘটেছে। ছলিমউদ্দিন উপজেলার আবদুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের তেলিপাড়ার মৃত জসিরউদ্দিনের ছেলে। \হবেতাগী (বরগুনা) : বরগুনার বেতাগীতে গাড়ি চাপায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। ঘাতক বাসকে আটক করা হয়েছে। রোববার দুপুর ১২টায় বরগুনা-বেতাগী মহাসড়কের বুড়ামজুমদারের কেতাব আলী মাতুব্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, বুড়ামজুমদার গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. রবিউল রাস্তা পার হওয়ার সময় অনামিকা পরিবহন তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় রবিউল (১১) মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।