নজরদারির আওতায় রাজশাহীর আম বাগান

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

রাজশাহী অফিস
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী রাজশাহীর আম বাগানগুলোতে পুলিশের নজরদারি শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. শহিদুলস্নাহ। রোববার দুপুরে রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি। পুলিশ সুপার বলেন, রাজশাহী জেলার আম সারাদেশ ছাড়াও বিদেশেও রপ্তানি হয়। এ কারণে আমে যাতে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোনো কেমিক্যাল ব্যবহার না হয় তা নিশ্চিত করতে এরই মধ্যে বাগান মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিভিন্ন উপজেলার আম বাগানগুলো নিয়মিত মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখায়ের আলম।