বড়াইগ্রামে পুকুর খননের দায়ে জরিমানা

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রামে কৃষি জমিতে পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ জনকে ৭ দিনের জেল এবং একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ ওই আদালত পরিচালনা করেন। জেলের দন্ডপ্রাপ্তরা হলেন ময়মনসিংহ জেলার তারাকান্দা রামপুর গ্রামের কালু সিং এর ছেলে প্রদীপ সিং (২০) ও পাবনার সুজানগর থানার উজান করা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মমিন মিয়া (৩০)। অর্থদন্ডপ্রাপ্ত হলেন লালমনিরহাট জেলা সদরের মাস্টারপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে সম্রাট হোসেন (২০)। এছাড়া কুমরুল ও কারবালা এলাকায় দুটি এক্সকেভেটর মেশিনের ইঞ্জিন ও ব্যাটারি খুলে তা আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।