গৌরীপুরে কৃষি প্রণোদনা পেলেন ১৫০ কৃষক

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের গৌরীপুরে উফশি আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে চলতি অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় স্থানীয় ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রোববার দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) এএসএম রিয়াদ হাসান গৌরব। উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহারের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের সঞ্চালনায় এ সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) এএসএম রিয়াদ হাসান গৌরব, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, গৌরীপুর থানার ওসি (তদন্ত) গোলাম মাওলা প্রমুখ।