ফরিদপুরে গণহত্যা দিবস পালিত

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার মহানাম সম্প্রদায়ের শ্রীঅঙ্গনের ৪৮তম গণহত্যা দিবসে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন রোববারর্ যালি বের করে। পরে ১৯৭১ সালের ২১ এপ্রিল নিহত সাধুদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে সকালে পূজা অর্চনা করা হয়। এছাড়া দুপুরে দুস্তদের মধ্যে খাবার বিতরণ করা হবে। কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন সাব-সেক্টর কমান্ডার ক্যাপটেন (অব.) নূর মোহাম্মদ বাবুল, জাসদের সভাপতি আশরাফ উদ্দিন তারা, সিদ্দিক মোলস্না, মোহাম্মদ আলী দেওয়ান, বাউলশিল্পী পাগলা বাবলু, ইয়াহিয়া মিলন প্রমুখ।