গোয়ালন্দে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
এফিডেভিট করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাল্যবিয়ে সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। গোপনে সংবাদ পেয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আ. সালাম সিদ্দিকি ঘটনাস্থলে গিয়ে ওই বিয়ে বন্ধ করে দেন। রোববার বিকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হুকুম মাতুব্বর পাড়ায় ঘটনাটি ঘটে। জানা যায়, ওই গ্রামের মোশারফ হোসেনের মেয়ে নবম শ্রেণির ছাত্রী মিম আক্তারকে (১৫) একই গ্রামের সোনাই শেখের ছেলে আসলাম শেখের সাথে রোববার গোপনে মৌলভী দিয়ে বিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে মহিলাবিষয়ক কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়েটি বন্ধ করেন।