পুঠিয়ায় রাস্তার ওপর বাড়ি তৈরির অভিযোগ

প্রকাশ | ২৪ এপ্রিল ২০১৯, ০০:০০

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ার মোহনপুর সরকারি রাস্তার ওপর জোরপূর্বক দখল করে ইটের বাড়ি তৈরির অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানায়, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়নের মোহনপুর গ্রামের ফুলবাসের ছেলে নাজিম উদ্দিন সরকারি খাস খতিয়ান-১ ভুক্ত রাস্তার জমি জোরপূর্বক দখল করে বাড়ি তৈরি করছে। এ ব্যাপারে এলকাবাসী গতবছরের ১১ মার্চ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি অভিযোগ দাখিল করে। সরকারি কাজে বাধা দানের অভিযোগে গত ৮ অক্টোবর ১৮ সালে ইউএনও মো. আব্দুলস্নাহ আল মাহমুদ মোবাইল কোর্ট মামলা নং-৬৮/১৬ মাধ্যমে মো. নাজিমুদ্দিনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। \হতারপরেও তিনি থেমে নেই। বিভিন্ন কৌশলে তিনি সরকারি জায়গায় বাড়ি তৈরির ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।