শীতলক্ষ্যা তীরে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ | ২৪ এপ্রিল ২০১৯, ০০:০০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বিতীয় ধাপে শীতলক্ষ্যার পশ্চিম তীরে চনপাড়া এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছদ শুরু করেছে বিআইডবিস্নউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে নির্বাহি ম্যাজিস্ট্রেট দিপ্তীময়ী জামানের নেতৃত্বে বিআইডবিস্নউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম-পরিচালক মো. গুলজার আলী ও উপ-পরিচালক মো. শহীদুলস্নাহর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালিত হয়। এ সময় বিআইডবিস্নউটিএর জাহাজ অগ্রপথিক, একটি টাগ বোট, পুলিশ, আনসারসহ বিপুল সংখ্যক উচ্ছেদকর্মী উপস্থিত ছিল। দুপুর দুইটা পর্যন্ত অভিযানে পাকা ও আধাপাকা বসতবাড়িসহ অন্তত ত্রিশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডবিস্নউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. গুলজার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।