মধুপুরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ

প্রকাশ | ২৪ এপ্রিল ২০১৯, ০০:০০

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মধুপুরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থান উপজেলার দোখলা রেস্টহাউসে প্রায় কোটি ব্যয়ে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে। স্মৃতিস্তম্ভের পাশাপাশি বনবিশ্রামাগারটি সংস্কার এবং চারপাশে ফুলের বাগানও তৈরি করা হবে। যাতে করে দেশের বিভিন্ন স্থান থেকে আসা গবেষক ও পর্যটকরা আনন্দ পান এবং নিরাপদে রাত যাপন করতে পারেন। এই সংস্কারকাজ শুরু করকে ইতোমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নও শুরু হয়েছে। চারপাশ পরিষ্কার করতে গিয়ে বঙ্গবন্ধুর নিজ হাতে রোপণকৃত আমগাছের বড় কয়েকটি ডালও কাটা হয়েছে। ঐতিহাসিক ওই গাছটির ডাল কাটায় মধুপুরের সব মহলে তোলপাড় চলছে। সরেজমিনে জানা যায়, মধুপুরের অরণখোলা মৌজায় সংরক্ষিত বনভূমিতে ১৯৬২ সালে নির্মিত বন বিশ্রামাগারটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের পুণ্য স্মৃতিবহ। ১৯৭১ সালের ১৮ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তিন দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ সর্বশেষ এই বন বিশ্রামাগারে অবস্থান করেছিলেন। বাংলাদেশের সংবিধান রচনার সাথেও এই বনবিশ্রামাগারের সংশ্লিষ্টতা রয়েছে উলেস্নখ করে স্মৃতিফলক দিয়েছেন বন বিভাগ। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি জানান, ঔই স্থানে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ করার জন্য নাকি ছোট কয়েকটি ডাল কাটার কথাছিল, কিন্তু ভুলে শ্রমিকরা বড় ডাল কেটে ফেলেছে। গাছটি মারা যাবে কিনা দেখার জন্য কৃষি কর্মকর্তাকে পাঠাব। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।