দুর্যোগ মোকাবেলায় মতবিনিময় সভা

প্রকাশ | ২৪ এপ্রিল ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, রাঙামাটি
রাঙামাটিতে পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রাঙামাটি সদর জোনের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়া এতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন সামাজি ও সংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, '২০১৭ সলে পাহাড় ধব্বসে প্রাণহানির পরও অনেকেই আবার ঝুঁকিপূর্ণ এলাকায় গিয়ে বসবাস করছে।' তিনি বলেন, 'আমরা আর কোন প্রাণহানির ঘটনা দেখতে চাই না। কেউ যেন আর ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস না করেন এ বিষয়ে সবাইকে যার যার অবস্থান থেকে সচেতন করতে হবে।' রাঙামাটি সদর জোনের কমান্ডার লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, 'রাঙামাটিতে দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। সদর জোনে ৪০ জন সেনা সদস্যকে সার্বক্ষনিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংস্থার প্রস্তুতির কথা এ সভায় তুলে ধরা হয়।