গোবিন্দগঞ্জে ১২ জুয়াড়ি আটক

প্রকাশ | ২৪ এপ্রিল ২০১৯, ০০:০০

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আইপিএল ক্রিকেট জুয়া খেলার সময় ১২ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে। থানা পুলিশের একটি টিম এসআই নাজমুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এ অভিযান পরিচালনা করে। জানাগেছে, দীর্ঘদিন যাবৎ গোবিন্দগঞ্জে আইপিএল ক্রিকেট জুয়া চলে আসছে। বেট ৩৬৫ নামক এক ধরনের বিশেষ সফ্‌টওয়ারের মাধ্যমে এ জুয়া অনুষ্ঠিত হয়। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তি থানা পুলিশ গোবিন্দগঞ্জ বন্দর এলাকায় আইপিএল জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে। আটককৃতরা হলো গোবিন্দপুর গ্র্রামের আব্দুর রহিমের পুত্র সাইদুর রহমান (৩৫), মৃত সন্তোষ সরকারের পুত্র মিথুন সরকার (৩১), আলম মিয়ার পুত্র লিমন (২৫), গোবিন্দপুর ঘোষপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের পুত্র সঞ্চয় (২৮), মহাদেবপুর গ্রামের আইজুল শেখের পুত্র আনোয়ার হোসেন (২৫), গোবিন্দগঞ্জ পুরাতন বন্দরের মৃত অনিল সূত্রধরের পুত্র প্রদীপ সূত্রধর (৩২), বুজরুক বোয়ালিয়া গ্রামের আহমেদ আলীর পুত্র আবুল হোসেন বাদল (৫১), কেশবপুর গ্রামের তিরানু শেখের পুত্র জামিল শেখ (৩০), পান্তাপাড়া গ্রামের অশ্বিনী সরকারের পুত্র কুমার বিশ্বজিৎ (২৯), ঘোষপাড়া গ্রামের আমিনুল ইসলামের পুত্র আবু নাইব মন্ডল (২৫), দুর্গাপুর গ্রামের মদন চন্দ্র দাসের পুত্র পঙ্কজ কুমার দাস (২২) এবং বুজরুক বোয়ালিয়া গ্রামের জিতেন্দ্রনাথ সাহার পুত্র অনিক কুমার সাহা (২৭)। আটককৃতদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।