সিংড়া জাতীয় উদ্যানে ৭ শকুন অবমুক্ত

প্রকাশ | ২৪ এপ্রিল ২০১৯, ০০:০০

বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের বীরগঞ্জে সিংড়া জাতীয় উদ্যানে আনুষ্ঠানিকভাবে হিমালয় অ্যান্ড গ্রিভিনি জাতের ৭টি শকুন অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে শকুন অবমুক্ত করেন পরিবেশন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. বিলস্নাল হোসেন। বগুড়া অঞ্চলের বন সংরক্ষক মো. আব্দুল আউয়াল সরকারের সভাপতিত্বে পরে এক আলোচনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, আইইউএনসিএনর বাংলাদেশে কান্ট্রি প্রতিনিধি ড. রকিবুল আমিন, সামাজিক বন বিভাগ রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান প্রমুখ।