শিশুসহ নিহত ৬

প্রকাশ | ২৪ এপ্রিল ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
ছয় জেলায় গত দু'দিনে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। দিনাজপুরে বৃদ্ধ, নাটোরের বড়াইগ্রামে যুবক, সুনামগঞ্জের ধর্মপাশায় যুবক, ফেনীর ফুলগাজীতে শিশু, সুনামগঞ্জের তাহিরপুর শিশু ও গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু নিহত হয়েছেন। প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর : দিনাজপুর : দিনাজপুরের কাশিপুর নামক এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বাবু চন্দ্র রায় (৬৫) নামে এক সাইকেল আরোহীর নিহত হয়েছে। মঙ্গলবার সকালে দিনাজপুর-বগুড়া মহাসড়কের কাশিপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাবু চন্দ্র রায় সদর উপজেলার শশরা হিন্দুপাড়া এলাকার মৃত পোহালু চন্দ্র রায়ের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে সাইকেলে দিনাজপুর শহর অভিমুখে আসছিলেন বাবু চন্দ্র রায়। পথিমধ্যে পেছন দিক থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের চাপায় অটোভ্যানের যাত্রী শ্রীপদ (৫৫) নামে এক আদিবাসী কৃষক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুই যাত্রী। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে বনপাড়া-পাবনা মহাসড়কের উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রীপদ উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকার সন্তা সরকারের ছেলে। ধর্মপাশা (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের ধর্মপাশায় হ্যান্ডট্রলি উল্টে গিয়ে আকাশ মিয়া (২০) নামের এক চালকের মৃতু্য হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সেলবরষ ইউনিয়নের উত্তর বীর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ মিয়া উপজেলার সেলবরষ ইউনিয়নের ভাটাপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। ছাগলনাইয়া (ফেনী) : ফেনীর ফুলগাজীতে ট্রাকের চাপায় আয়াত (৫) এক শিশুর নিহত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টায় ফেনী পশুরাম সড়কের আনন্দপুর রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ফুলগাজী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গড়কাঠি এলাকায় পিকাপ ভ্যানের ধাক্কায় শিউলী রানী রায় (১১) নামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিউলী বাদাঘাট ইউনিয়নের গড়কাঠি গ্রামের প্রদীপ চন্দ্র রায়ের মেয়ে। মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার সে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গড়কাঠি রাস্তায় তাকে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঐ শিশু শিক্ষার্থী ঘটনাস্থইে নিহত হয়। সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘনায় শারমিন আক্তার (৭) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলার আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। নিহত শিশু উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা গ্রামের সোলায়মান আলীর মেয়ে।