টাঙ্গাইলে ২৪০ বস্তা তামাকসহ ট্রাক জব্দ

প্রকাশ | ২৪ এপ্রিল ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলে ২৪০ বস্তায় তিন টন তামাকসহ একটি ট্রাক জব্দ করেছে কাস্টমসের ঢাকা পশ্চিম বিভাগ। অবৈধ সিগারেট তৈরির জন্য ওই তামাক নেয়া হচ্ছিল বলে দাবি করেছে কাস্টমস বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে গোলচত্বর থেকে ওই ট্রাক (কুষ্টিয়া ট-১১-০৯৪১) জব্দ করা হয়। ট্রাকটি টাঙ্গাইল কাস্টমস বিভাগে জমা রাখা হয়েছে। কাস্টমস কর্মকর্তারা জানান, ট্রাকের চালান অনুযায়ী পণ্য চালানটি নেত্রকোনার রহমান ট্রেডার্সের নামে আনা হয়। কিন্তু নেত্রকোনায় যাচাই করে প্রাপকের অস্তিত্ব পাওয়া যায়নি। তাদের ধারণা, অবৈধভাবে গড়ে ওঠা কোনো সিগারেট কারখানায় ব্যবহারের জন্য ওই তামাক আনা হয়েছিল।