রংপুরে টিসিবি পণ্য বিক্রি শুরু

প্রকাশ | ২৪ এপ্রিল ২০১৯, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুরে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি মঙ্গলবার থেকে শুরু হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ ৫টি স্থানে ট্রাক করে এসব পণ্য বিক্রি শুরু হয়। টিসিবি সূত্র জানায়, শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে নগরীর গুরুত্বপূর্ণ ৫টি স্থানে ট্রাক সেল করা হচ্ছে। প্রতিদিন ৫ জন ডিলারের মাধ্যমে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে বিক্রি চলবে। পর্যায়ক্রমে স্থান ও ডিলার পরিবর্তন হবে। এর পাশাপাশি রংপুর ছাড়া বিভিগের ৭ জেলায় ১৪টি ট্রাক সেল করবেন। টিসিবি অফিস প্রাধান সুজা উদ্দৌলা সরকার জানান, ভোক্তাদের চাহিদা অনুযায়ী ডিলারের সংখ্যা বাড়াতে হবে।