সরাইলে নতুন জাতের ধানের বাম্পার ফলন

প্রকাশ | ২৪ এপ্রিল ২০১৯, ০০:০০

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা বস্নকের কৃষক মাখনের এক বিঘা জমিতে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিউটের সর্বশেষ উদ্ভাসিত ৪টি নতুন ব্রি ধান ৮৪, ৮৬, ৮৮ ও ৮৯ জাতের প্রদশর্নী পস্নট আশানুগ ফলন পেয়ে কৃষক মাখনের মুখে হাসি ফুটে উঠেছে। কৃষক মাখন মিয়া জানান, ধান গবেষণা ইনস্টিউট ব্রি ধান ৮৪, ৮৬, ৮৮, ৮৯ জাতের বীজ খুব ভালো। যা আশা করছিলাম তার চেয়ে অনেক বেশি ফলন পাওয়া গেছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জহিরুল হক সরকার প্রদর্শনী পস্নট পরিদর্শন করে জানান, সৈয়দটুলা বস্নকের কৃষক মাখন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে সর্বশেষ উদ্ভাসিত ৪টি নতুন ধানের জাতের প্রদর্শনী করেছে। ধানের জাতগুলো হলো ব্রি ধান ৮৪, ৮৬, ৮৮ ও ৮৯। এর মধ্যে ব্রি ধান ৮৪ ও ৮৬ ধানের জমি আগাম পেকে যাওয়ায় কর্তন করা যাবে। আমরা আশা করি এ দুইটি ব্রি ধান ৮৬, ব্রি ধান ৮৪ জাতের ধানগুলো হাওর এলাকায় চাষ করা যাবে। কারণ হাওরে আগে পানি আসে। পানি আসার আগেই এ দুটি জাতের ধান কর্তন করা যাবে।