ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশীদ হারুন -যাযাদি
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশীদ হারুন বলেন, 'আগামী ২৯ মে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে এবং জনগণ স্বতঃর্স্ফূতভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আমি অবশ্যই বিজয়ী হব ইনশাআলস্নাহ।'
শনিবার ফুলবাড়ীয়া উপজেলা শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফুলবাড়ীয়ার পাঁচজন প্রার্থীই চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে। তবে কেউ কেউ টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। ফুলবাড়ীয়ায় প্রায় ৪০টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে- এ পর্যন্ত নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী যে ভূমিকা পালন করে যাচ্ছে তাতে আমি সন্তুষ্ট। আগামী দিনে কোনো পেশিশক্তির প্রভাবে প্রভাবিত না হয়ে প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।'
হারুন অর রশীদ বলেন, 'সমগ্র ফুলবাড়ীয়া উপজেলায় আমি ভোটারদের কাছে গিয়ে যে সারা পেয়েছি তাতে বিশ্বাস করি, আগামী ২৯ মে নির্বাচনে চেয়ারম্যান পদে আমার প্রতীক ঘোড়া বিপুল ভোটে বিজয়ী হবে।'