মাংসের মূল্য নির্ধারণ করেছে প্রশাসন

প্রকাশ | ২৫ এপ্রিল ২০১৯, ০০:০০

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের বকশীগঞ্জে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মাংসের মূল্য নির্ধারণ করে দিয়েছে উপজেলা বাজার মনিটরিং কমিটি ও উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকালে পৌর মেয়র, ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মূল্য নির্ধারণ করা হয়। বৈঠকে প্রতি কেজি গরু ও মহিষের মাংস ৫০০ টাকা, প্রতি কেজি ছাগলের মাংস (ছাগী) ৬০০ টাকা ও (খাসি) ৬৫০ টাকা বিক্রির সিদ্ধান্ত হয়। বকশীগঞ্জ ইউএনও ও উপজেলা বাজার মনিটরিং কমিটির সভাপতি দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) তাহেরুল ইসলাম, মাংস ব্যবসায়ী ছামিউল হক, সাজু মিয়া প্রমুখ।