শ্রমিকসহ নিহত ৭

প্রকাশ | ২৬ এপ্রিল ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
চার জেলায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া চার শ্রমিক, নওগাঁর রানীনগরে এক স্কুলছাত্রী, বান্দরবানের আলীকদমে শ্রমিক ও ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নিহত হয়েছেন। প্রতিনিধি এবং সংবাদদাতার পাঠানো খবর : রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুরের এসআরবি ব্রিক ফিল্ডে ঘুমন্ত শ্রমিকের ওপর গাড়ি উঠিয়ে দিলে ঘটনাস্থলে চার শ্রমিক নিহত তিনজন আহত হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রিক ফিল্ডের মাঝি আবদুল সোবহান জানান, বুধবার দিবাগত রাত অনুমান ৩টায় জ্বালানি কাঠবোঝাই জিপ শ্রমিকদের ওপর গাড়ি উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে মো. নাজু (২৪), জাফর ইকবাল (৩৫), আবদুল মোনাফ (৫০) ও রিয়াজ (১৮) নিহতরা হন। আহতরা হলেন মো. রসু (৩৫), নোমান ছিদ্দিক (৪৫), ছোট নাজিম (২০) নিহত এবং আহত সবার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়। পুলিশ নিহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ঘাতক গাড়িটি উদ্ধার করলেও ড্রাইভার পলাতক রয়েছে। রানীনগর (নওগাঁ) : নওগাঁর রানীনগরে ট্রাক্টরের চাপায় তাসতিয়া (১৪) আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আবাদপুকুর-আদমদীঘি রাস্তার বগাড়বাড়ি নামক বাজারের অদূরে এ ঘটনা ঘটে। নিহত তাসতিয়া কামতা জগতপুর গ্রামের উজ্জল হোসেনের মেয়ে। আলীকদম (বান্দরবান) : বান্দরবানের আলীকদম উপজেলায় পায়জারো জিপের চাকায় পিষ্ট হয়ে মো. সাহেদ মিয়া (২২) নামে এক নির্মাণশ্রমিকের মৃতু্য হয়। বৃহস্পতিবার সকাল ৭টায় আলীকদম পান বাজার কলার যদি সড়কে এ ঘটনা ঘটে। নিহত সাহেদ মিয়া হারবাং বানিয়ার ছড়ার বাসিন্দা লেদু মিয়ার ছেলে ও চকরিয়া লামা আলীকদম মাতামুহুরী পরিবহন সার্ভিসে আলীকদম কাউন্টার ম্যানেজার লাইসম্যান এনামের মেয়ের জামাতা। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ইয়ামিন মিয়া (১২) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় পৌর এলাকার কাজীপাড়া জেলা ঈদগাহ মাঠের কাছে এ ঘটনা ঘটে। নিহত ইয়ামিন মিয়া পৌর এলাকার কাজীপাড়ার দরগা মহলস্নার ফজলু মিয়ার ছেলে। সে পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামে অবস্থিত খতমে নবুয়ত মাদরাসার শিক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার ইয়ামিন মিয়া কাজীপাড়া জেলা ঈদগাহ মাঠ এলাকায় রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুল হক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মৃতু্য হয়েছে।