বশেমুরকৃবিতে ডিএনএ দিবস পালিত

প্রকাশ | ২৬ এপ্রিল ২০১৯, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
বশেমুরকৃবিতে আন্তর্জাতিক ডিএনএ দিবস পালিত -যাযাদি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) বৃহস্পতিবার আন্তর্জাতিক ডিএনএ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী-শিক্ষকদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। এ উপলক্ষে আয়োজিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে এবং ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন। সেমিনারে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে আরো বক্তব্য রাখেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম।