ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃতু্যদন্ড

প্রকাশ | ২৬ এপ্রিল ২০১৯, ০০:০০

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে সুরুজ আলী (৪২) নামে এক ব্যক্তিকে মৃতু্যদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকাল ৩টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালের বিচারক (জেলা ও দায়রা জজ) চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজি এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত সুরুজ হরিনাকুন্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামের বরকত আলীর ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ২৯ ডিসেম্বর হরিনাকুন্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামে বাড়ির পাশের একটি বাগানে সুরুজ আলীর স্ত্রী চম্পা খাতুনের লাশ পাওয়া যায়। এরপর ওই দিন থানায় একটি অপমৃতু্য মামলা করা হয় স্বামীর পরিবারের পক্ষ থেকে। পরে ২০০৪ সালে ময়নাতদন্ত রিপোর্টে চম্পা খাতুনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। রিপোর্ট পাওয়ার পর নিহত চম্পার ভাই ইদ্রিস আলী বাদী হয়ে ২১-০৩-২০০৪ তারিখে হরিণাকুন্ডু থানায় নিহতের স্বামী সুরুজ আলীকে প্রধান করে চারজনের নামে হত্যা মামলা দায়ের করেন। এই মামলার দীর্ঘ শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রনালের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজি নিহত চম্পা খাতুনের স্বামী সুরুজ আলীকে মৃতু্যদন্ডের আদেশ দেন।