অযত্নে নষ্ট হচ্ছে সেচ পাম্প

প্রকাশ | ২৬ এপ্রিল ২০১৯, ০০:০০

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা
অযত্ন ও অবহেলায় নষ্ট হওয়ার পথে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওর অঞ্চলে অবস্থিত বিএডিসির উচ্চ ক্ষমতাসম্পন্ন ভাসমান সেচ পাম্পগুলো। বিদেশ থেকে আনা এ পাম্পগুলো ধ্বংস হওয়ায় একদিকে যেমন সরকারের প্রায় কোটি টাকা ক্ষতি হচ্ছে, অন্যদিকে কৃষকদের চাহিদা মতো সেচের পানি সরবরাহে মারাত্মক সংকট সৃষ্টি হচ্ছে। স্থানীয় কৃষকরা জানান, তীরবর্তী সেচ প্রকল্পগুলোতে এ সব সেচযন্ত্র ছাড়া আবাদের প্রয়োজনীয় পানি সরবরাহ করা যায় না। ফলে বিএডিসির পাম্পের অভাবে কৃষকরা অল্প শক্তি সম্পূর্ণ পাম্প ব্যবহার করে জমিতে পানি দিতে সেচে খরচ দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এদিকে জেলা বিএডিসির অফিস সূত্রে জানা গেছে, অষ্টগ্রামে বিএডিসির উচ্চ ক্ষমতাসম্পন্ন ১১টি ভাসমান পাম্প রয়েছে। এর মধ্যে মাত্র ৫টি সচল থাকালেও ৬টি বিকল অবস্থায় পড়ে থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। এ দিকে অভিযোগ উঠেছে, স্থানীয় বিএডিসি অফিসের লোকজন এ বিষয়ে কোনো খোঁজ-খবর বা তদারকি না করায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। এ ছাড়া একশ্রেণির অসাধু কর্মচারীর যোগসাজসে একদল চোরাকারবারী এ সব পড়ে থাকা সরকারি পাম্পের ক্ষুদ্র যন্ত্রাংশ বিক্রি করে প্রচুর অবৈধ অর্থ হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে হাওরাঞ্চলবাসী ঢাকার সাধারণ সম্পাদক রোটারিয়ান কামরুল হাসান বাবু বলেন, 'হাওরের কৃষকদের জন্য বিএডিসি স্থানীয় অফিসটি কোনো ভূমিকা রাখছে না। এখানকার কর্তাব্যক্তিরা কৃষকদের জন্য সামান্যতম কাজও করছেন না।' তিনি বলেন, 'দীর্ঘদিন যাবৎ বিএডিসির ভাসমান পাম্পগুলো পরিত্যক্ত অবস্থায় থাকার ফলে একদিকে সরকারি সম্পদ নষ্ট হচ্ছে, অন্যদিকে কৃষকরা তাদের সেচ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।' এ ব্যাপারে জানতে অষ্টগ্রাম উপজেলা বিএডিসির অফিসে গিয়ে উপ-সহকারী প্রকৌশলী রওকন জাহানকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি উপজেলায় আছেন। কিন্তু সেখানে গেলেও ব্যস্ততার অজুহাতে তিনি এ প্রতিনিধির সঙ্গে কথা না বলে বিষয়টি এড়িয়ে যান। এ দিকে স্থানীয় অফিসের সঠিক তদারকি না থাকায় ও তাদের গাফিলতির কারণে সরকারের টাকা অপচয়ের বিষয়টি সম্পর্কে কিশোরগঞ্জ জেলা বিএডিসির নির্বাহী প্রকৌশলী মো. মোশারফ হোসেন ভূঁইয়া জানান, আসলে বিএডিসি অফিসে লোকবল কম থাকার কারণেই মূলত এ সমস্যাটি হচ্ছে। তবে তিনি স্বীকার করেন, অষ্টগ্রামে ১১টি ভাসমান পাম্প রয়েছে। এর মধ্যে পাঁচটি সচল আর বাকিগুলো বিকল।