মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক নৌমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি -যাযাদি
সাবেক নৌ পরিবহণমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান বলেছেন, 'জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও মহান আলস্নাহ তালার ওপর ভরসা রেখেই জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থেকে রাজনীতি করে যাচ্ছি। মৃতু্যর পূর্বমুহূর্ত পর্যন্ত জনগণের পাশে থেকে দেশের জন্য রাজনীতি করে যেতে চাই। ২০১৪ সালে আমি যাতে রাজপথে না থাকি, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ না করি তার জন্য বিএনপি-জামায়াত আমাকে ও আমার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিয়েছিল। হুমকিতে বিন্দুমাত্র পিছুপা হইনি। শ্রমিক, জনতা, পেশাজীবী মানুষকে নিয়ে বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে থেকে লড়াই করেছিলাম।'
রোববার মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করা আসিবুর খানকে বিজয়ী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, 'সম্প্রতি অনুষ্ঠিত মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে একটা স্বার্থান্বেষী মহল আমার ও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করেছে। কিন্তু তাতে ওই স্বার্থান্বেশী মহলের পরাজয় হয়েছে। উপজেলার সাধারণ জনগণ আমার ছেলেকে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। এ জন্য আমি সদর উপজেলার আমার নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের ধন্যবাদ জানাই।'
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ মাঠে চেয়ারম্যান সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিমের পক্ষ থেকে ও তার সভাপতিত্বে সংবর্ধনায় বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আসিবুর খান, দুধখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক খান, শিরখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সলেমান খান প্রমুখ।
এ সময় বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আসিবুর খানকে স্বর্ণের নৌকা উপহার দেন। সংবর্ধনায় বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।